চট্টগ্রাম দরবারে করোনা প্রতিরোধে কর্মশালা

জেলা প্রতিবেদকঃ করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) বোয়ালখালীতে দরবার প্রাঙ্গণে আয়োজিত কর্মশালায় করোনাভাইরাস সংক্রমণে করণীয় ও প্রতিরোধের উপায়সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাজিআ)।

তিনি বলেন, বাংলাদেশ, চিন, ইরান, ইতালি, স্পেন, ভারত, দক্ষিণ কোরিয়াসহ ১৮০টিরও বেশি দেশ করোনাভাইরাসে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্যসংস্থা করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে। যেহেতু করোনা ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই এর থেকে বাঁচতে হলে সকলকে সাবান দিয়ে হাতমুখ পরিষ্কার করতে হবে এবং পরিচ্ছন্ন থাকতে হবে। এজন্য চট্টগ্রাম দরবার শরীফ প্রাঙ্গণে জীবাণুমুক্তকরণ সামগ্রী রাখা হয়েছে।

রাহে ভাণ্ডার রয়েল ফোর্সের সদস্যদের ছৈয়দ জাফর ছাদেক শাহ এ প্রশিক্ষণ দেন এবং নির্দেশ দেন যেন তারা নিজ নিজ এলাকায় এ প্রশিক্ষণ দিয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখেন।

কর্মশালা শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।