নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীকে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন এ সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম নগরীকে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।’
আজ সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ম পরিষদের ১৯তম সাধারণ সভায় মেয়র এ সব কথা বলেন। সিটি কর্পোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে সভায় সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, যে কোনো ঝুঁকি মাথায় নিয়ে নগরীকে পরিচ্ছন্ন রাখা হবে। মাদকমুক্ত নগরী গড়ার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে।
সভায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট-২০১৭ পরিচালনার বিষয়ে যাবতীয় নিয়ম কানুন বিধি বিধান কমিটি, উপকমিটি, পুরষ্কার, খেলার গ্রুপিংয়ের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।