নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মো. রায়হান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান পিৎজা হাটের উত্তরা শাখার ম্যানেজার। তার বাবার নাম মিরন নবী। তিনি মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিংয়ে থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে মোটরসাইকেলে করে রায়হান কর্মস্থলে যাচ্ছিলেন। চন্দ্রিমা উদ্যানের সামনে গেলে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।