চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে মারধর

চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রশিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

শনিবার দুপুর সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত পুলিশ বক্সের পাশে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম নুরুল করিম। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে মারধর করেছে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীরা।

ছাত্রলীগ নেতা-কর্মীরা দাবি করেন, নুরুল করিম ছাত্রশিবিরের নেতা ও মামলার আসামি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, শিবির সন্দেহে একজনকে মারধর করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। তাকে কারা এবং কেন মারধর করেছে তা খতিয়ে দেখা হবে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন জানান, নুরুল করিম এএফ রহমান হল ছাত্রশিবিরের নেতা এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্রলীগ নেতা-কর্মীরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে পুলিশে সোপর্দ করেন।