চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ¯অওতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে।
বিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হতে যাচ্ছে এবারের ভর্তিযুদ্ধ, যা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছরের ভর্তি পরীক্ষায় ১০টি ইউনিটের মাধ্যমে ৪৩টি বিভাগ ও পাঁচটি ইনিস্টিটিউটের সর্বমোট ৪ হাজার ৭৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ৪৪ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় লড়বেন ৫১ জন শিক্ষার্থী। আর এবারই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ পরীক্ষার্থী আবেদন করেছেন।
এই শিক্ষাবর্ষে সাধারণ ৮০টি আসন, মুক্তিযোদ্ধা কোটায় ৫৩টি আসন, পেশাদার খেলোয়াড় কোটায় ৫টি আসনসহ মোট ১৩৮টি আসন বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞান অনুষদের অধীনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায়। এই ইউনিটে এবারের ভর্তি পরীক্ষায় ৫৫১ আসনের বিপরীতে লড়বেন ৩২ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী। ফলে এ অনুষদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৯ জন শিক্ষার্থী।
একই দিন বিকেল আড়াইটায় অনুষ্ঠিত হবে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়েরনমেন্টাল সায়েন্স ইনিস্টিটিউটের অধীনে ‘জে’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এই অনুষদের ৯২ আসনের বিপরীতে লড়বেন ৯ হাজার ১৯ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৮ জন।
এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি বাইরের সাতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হল হাটহাজারী কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ওয়াসা ক্যা¤পাস, ওমরগণি এমইএস কলেজ, ই¯পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ও নগরীর বাদশা মিয়া রোডস্থ বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউট।
শাটল ট্রেনের সময়সূচি : চবির ভর্তি পরীক্ষা উপলক্ষে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে দুটি শাটল ট্রেন ৭ বার করে ১৪ বার যাতায়াত করবে। এ ছাড়াও দু’জোড়া ডেম্যু ট্রেন দুবার করে চারবার যাতায়াত করবে। নব ঘোষিত সময়সূচি আগামী ২৩ অক্টোবর কার্যকর হয়ে বহাল থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।