চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ সারাদেশের মতো চরফ্যাশনেও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের সহযোগীতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভা কক্ষে জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রাসনা শারমিন মিথি সহ অন্যান্য অতিথিরা।
সংবর্ধিত জয়িতারা হলেন- অর্থনেতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পারভীন, শিক্ষা ও চাকুরিতে সাফল্যের জন্য হোসনেয়ারা বেগম, সফল জননী ইসমতারা পারভীন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সাইফুল ইসলাম ও সমাজ উন্নয়নে অবদানকারী খাদিজা বেগম।
উপজেলা নির্বাহি কর্মকর্তা রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.নুরনবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি)মোঃ আবুল হাসনাত, বিএনপি নেতা আমিরুর ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপি নেতা খায়রুল ইসলাম সোহেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদকর্মী এবং জয়িতারা ।