চরফ্যাশন ৫টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ আলাউদ্দিন.শশীভূষন প্রতিনিধি : সারা দেশে আজ শুরু হয়েছে ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) , দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। আজ বৃহস্পতিবার প্রথম দিন সকাল ১০ টা থেকে এসএসসি বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে।  হয়েছে আজ প্রথম দিনে প্রতিটি কেন্দ্রে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরীক্ষা হয়েছে। এবং প্রতিটি কেন্দ্রে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা তাই আশা করা যাচ্ছে আগামীদিনের পরীক্ষা গুলো একই ভাবে ভালো হবে।