চলনবিলে চাটমোহর হানাদার মুক্ত দিবস পালিত

আলহাজ রনি বিশেষ প্রতিনিধিঃ চলনবিলের চাটমোহরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার উদযাপিত হলো চাটমোহর হানাদার মুক্ত দিবস। চাটমোহর হানাদারমুক্ত দিবস পালন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। এছাড়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ছিলো দিনব্যাপী মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী। সকালে একটি বর্নাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ময়েজের সভাপতিত্বে ও উপজেলা কমান্ডার এস এম মোজাহারুল হকের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,ডেপুটি কমান্ডার মোঃ গোলজার হোসেন, মুক্তিযোদ্ধা আজাহার আলী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ প্রমূখ।