চলমান জীবন যখন থমকে দাড়ায়

মাহ্বুব রহমান ( ভ্রম্যমান প্রতিনিধি): আজ কর্ম জীবন যখন মানুষকে গতিশীল করে তুলছে তখন অনিয়ম,যানযট, কালো ধোঁয়া, ধীর গতির রাস্তার উন্নয়ন কাজ রাজধানীর চলমান জীবনে ঘটাচ্ছে ভিঘœ। মানুয় যখন সুস্থ মন নিয়ে কর্মের উদ্দেশ্যে ঘর হতে ভের হয় তখন আশেপাশের

দৃশ্যপট মানুষকে করে তুলে অস্থির। অল্প বৃষিতেই রাস্তায় জমে থাকা পানি তা থেকে জন্ম নেওয়া বিষাক্ত মশা,নানা ধরনের জীবাণু ও র্দুগন্ধ মানুষকে করে তুলে অস্থির। রাজধানীর অনেক জায়গায় বেশ কিছু দিন ধরে চলছে রাস্তা নির্মান কাজ তাও আবার ধীর গতি। কবে নাগাত শেষ হবে এ কাজ কে বলবে? মাটি খুড়ে বন্ধ করে রাখা হয়েছে রাস্তার অর্ধেক। প্রতি দিন সকাল বিকাল কর্ম ব্যস্ত মানুষদের এ সমস্যায় ১ঘন্টারও বেশি জ্যামে আটকে থাকতে হয়। আজ কাল আবার শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি আসছে বর্ষাকাল, এখনি এর যথাযথ ব্যবস্থা না নিলে চলমান জনজীবন হবে বির্পযস্থ।