চলে গেলেন পরিচালক শফিকুর রহমান

এক সময়কার দুর্দান্ত চলচ্চিত্র নির্মাতা আ শ ম শফিকুর রহমান, গতকাল রাতে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ বাদ জোহর বিএফডিসিতে জানাজা অনুষ্ঠিত হয় এই গুনী নির্মাতার।

‘ঢাকা ৮৬’, ‘রাজা মিস্ত্রী’ মতো জনপ্রিয় চলচ্চিত্র পরিচালনা করেন শফিকুর রহমান তাছাড়া তিনি দীর্ঘদিন নায়ক রাজ রাজ্জাকের সাথে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।

এ ছাড়াও তিনি তার দক্ষতা দিয়ে পরিচালনা করেছিলেন বেশ কিছু সুপারহিট বাংলা সিনেমা।