চসিকের মশক নিধন কার্যক্রম উদ্বোধন

জেলা প্রতিবেদকঃ মশা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নে চসিকের মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার (৩১ মার্চ) দামপাড়ার কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধনের সময় মেয়র চূড়ান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মশক নিধন কার্যক্রম শতভাগ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মেয়র বলেন, মশক নিধন কার্যক্রম শতভাগ নিশ্চিতকরণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতি ওয়ার্ডে জীবাণুনাশক পানি ছিটানোর পাশাপাশি মশা নিধনে ল্যার্ভিসাইড ওষুধ ছিটানো শুরু হবে। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে প্রতিটি ওয়ার্ডে ওষুধ ছিটানো হবে। এ কাজে নিয়োজিত কর্মীরা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক পানি ছিটাবে। কাউন্সিলরদের পরিচ্ছন্ন বিভাগের দায়িত্বরত কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে এ কাজ করতে হবে। ওয়ার্ড এলাকার ঝোপঝাড়সহ মশার প্রজনন স্থানগুলো ধ্বংস করতে হবে।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।