চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২২২৫ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে চট্টগ্রাম নগর ভবনের কেবি আবদুচ ছাত্তার মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ১১৯৭ কোটি ৪২ লাখ টাকা, উন্নয়ন অনুদান খাত থেকে প্রাপ্ত অর্থ দেখানো হয়েছে ৯৮৫ কোটি ১০ লাখ টাকা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বাজেট অধিবেশনে মেয়র আ জ ম নাছির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন এবং কাউন্সিলর, মহিলা কাউন্সিলরসহ চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।