চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজিগঞ্জে পানিতে ডুবে জমজ ভাইবোনের মৃত্যু হয়েছে।
বাকিলা ইউনিয়নের বাখরপাড়া গ্রামের হাজিবাড়িতে সোমবার দুপুরে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। এরা হলো আনিসুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান ও মেয়ে মরিয়ম আক্তার মুনতাহা। দুজনেরই বয়স ১৮ মাস।
শিশুদের দাদা হাজি আবদুর রব জানান, সকালের দিকে বউ (নিহত শিশুদের মা) নাতি-নাতনিকে নিজ হাত খাওয়ানোর পর তারা উঠানের দিকে খেলতে যায়। এর মধ্যে কোনো এক ফাঁকে বাড়ির কাছে পুকুরে পড়ে যায়।
হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়েছে ।