চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের রেলওয়ে শ্রমিক কলোনিতে প্রতিপক্ষের হামলায় সফিক গাজী (৩৫) নামে এক অটোবাইক চালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় দুজনকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে। নিহত সফিক গাজী ওই এলাকার শহিদ গাজীর ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী আলী আকাব্বরের ছেলে স্বপন ঢালীর ঘুষির আঘাতে সফিক গাজী মারা গেছে।
নিহত সফিকের মা আনোয়ারা বেগম ও দুই মেয়ে শারমিন এবং তামান্না জানান, বুধবার দুপুরে সফিক গাজীর খালাতো বোন আছমার সঙ্গে পাশের স্বপন ঢালীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।
ঝগড়ার একপর্যায়ে স্বপন ঢালী সফিক গাজীর মেয়ে তামান্নার নাম উল্লেখ কওে বাজে কথা বললে সফিক গাজী প্রতিবাদ করে। এ নিয়ে স্বপন ঢালী একপর্যায় সফিক গাজীকে কিল-লাথি-ঘুষি মারতে থাকে। এ সময় সফিক পড়ে গেলে তাকে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, সফিক গাজীর বুকে এবং স্পর্শকাতর জায়গায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের ডিউটি ডাক্তার ওমর ফারুক রূপম জানান, তারা বাড়ি থেকেই তাকে মৃত নিয়ে এসেছে।
এ ঘটনার পরপরই নিহত সফিক গাজীর পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
থানার এসআই অনুপ সাহা লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যান এবং স্বপন ঢালীর পরিবারের আলী আকাব্বর ঢালী ও আবু ঢালীকে আটক করেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।