চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় মাওলানা সাহেব আলী (৬৫) নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে।
রোববার সকালে উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের মাদ্রাসার ভেতরে এ খুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিলাস্থান গ্রামের অধিবাসী ও একই গ্রামের ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাহেব আলী প্রতিদিনের মত সকালে মক্তবে ছাত্রছাত্রীদের আরবি পড়াতে যান। একই গ্রামের শাহজাহানের ছেলে রনি (২১) ফোরকানিয়া মাদ্রাসার ভেতরে প্রবেশ করে উপর্যপুরি ছুরিকাঘাত করে।
এ সময় মাত্রাসার ছাত্রছাত্রীদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে রনিকে আটক করে। সঙ্গাহীন অবস্থায় মাওলানা সাহেব আলীকে হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে তিনি মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএসএম ইকবাল জানান, মাওলানা সাহেব আলী শিলাস্থান পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়াতেন এবং মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে রনিকে প্রধান আসামি করে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।