চাঁদপুর প্রতিনিধি : জেলার মতলব দক্ষিণ উপজেলায় ‘মাদকসেবীর’ হাতে মাওলানা ফজলুল হক (৯০) নামে স্থানীয় এক মসজিদের ইমাম খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। ফজলুল হক পৌরসভার দশপাড়া এলাকার কাশেম পাগলা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক ছিলেন। হামলাকারী বিপ্লবকে (৩৫) আটক করেছে পুলিশ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন জানান, মাওলানা ফজলুল হক জোহর নামাজের আজান দিচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একই এলাকার কলমতর আলীর ‘মাদকাসক্ত’ ছেলে বিপ্লব লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।
ফজলুল হকের মেয়ে নাসিমা বলেন, ‘মসজিদের ইমাম নিয়োগ নিয়ে ঝামেলা চলছিল। সেই ঘটনার জের ধরে আমার বাবাকে হত্যা করা হয়েছে।’
বিপ্লবের বাবা কলমতর আলী বলেন, ‘আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। ভুল করে এ কাণ্ড করে ফেলেছে।’