
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জেলার গোমস্তাপুর উপজেলার চাঁনপুর শিমুলতলা ও বালুগ্রাম এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার ভোর থেকে বাড়ি তিনটি ঘেরাও করে র্যাব। এর মধ্যে একটি বাড়িতে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অধিনায়ক এনামুল করিম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে তিন ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন কেজি গান পাউডার, একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গি আস্তানা সন্দেহে ওই তিনটি বাড়ি ঘেরাও করা হয়।