চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: মুজিববর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন জেলা নির্বাচন অফিসের আয়োজনে মো. মোতাওয়াক্কিল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কে এম গালিভ খান। সময় তিনি বলেন, ভোটার হওয়া ভোট প্রদানের অধিকার প্রত্যেক যোগ্য নাগরিকের সাংবিধানিক স্বীকৃত অধিকার। গণতন্ত্র, নির্বাচন ভোটাধিকার বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে দিবসটি পালন করা হয়।

একজন যোগ্য নাগরিক ভোটার তালিকার বাইরে থাকবে না। ভোট হচ্ছে মানুষের নাগরিক অধিকার। সেটিকে সমুন্নত রাখার জন্য আজকের দিবস। ভোটাধিকার হচ্ছে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিাচলক মো. রাজিবুর রহমান, বিটিভি জেলা প্রতিনিধি এমরান ফারুক মাসুম, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুবুল কবির। শেষে নতুন ভোটার হওয়া ব্যক্তিদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। প্রসঙ্গত, দেশে ৪র্থ বারের মতো পালিত হচ্ছে ভোটার দিবস।

২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেগণতন্ত্র, নির্বাচন ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেপ্রতিবছরের মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে মার্চ করা হয়।