
আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে একযোগে দুই হাজার স্থানে মাস্ক বিতরণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) সকালে সদর উপজেলার বারোঘরিয়া ব্রীজ চত্বরে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান।
মাস্ক বিতরণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দর কর, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়েরসহ অন্যান্যরা। এই ক্যাম্পের অধীনে জেলার দুই হাজার স্থানে ৫ লাখ মাস্ক বিতরণ করা হবে।