চাঁপাইনবাবগঞ্জে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: “রুখবো দ‚র্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত গণশুনানির আয়োজন করা হয়। সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের নানা সমস্যার কথা তুলে ধরা হয় এই আয়োজনে।

শুনানিতে বক্তারা জবাবদিহিম‚লক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম সাহিদ, জেলা দ‚র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. কামরুল আহসান। পরে গণশুনানিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হওয়া ব্যক্তিরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। দ্রæত এসব অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমাধানের নির্দেশ দেন দুদকের কমিশনার।