জেলা প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর মাদ্রাসাপাড়া এলাকা থেকে সেলিম রেজা (২৬) নামে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৮ মে) সকালে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য জানান।
গ্রেফতার সেলিম একই উপজেলার নেজামপুর কাঁঠালিয়াপাড়ার মৃত দবির উদ্দি দবুর ছেলে।
ওসি সোহেল রানা জানান, গ্রেফতার সেলিমের বিরুদ্ধে গত মাসে নাচোল থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৭ মে) দিনগত রাতে নেজামপুর মাদ্রাসাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শৃক্রবার (আজ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো।