ক্রাইম পেট্রোল প্রতিনিধিঃ কোন কথা বার্তা ছাড়াই হু হু করে বেড়ে চলছে চাউলের বাজার মূল্য। গাজীপুরের বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে কোন প্রকার জানান না দিয়েই যে কোন ধরনের চাউলের বাজার মূল্য কেজি প্রতি ১০টাকা থেকে ১২টাকা বেড়ে গেছে।
জানাগেছে কিছু অসাধু ব্যাবসায়ী ভারত পাকিস্থান যুদ্ধ বাধতে পারে, কারণ দেখিয়ে মজুদ শুরু করায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। আর এই সুযোগে সাধারণ ব্যাবসায়ীরা কেজি প্রতি ১০থেকে ১২টাকা দাম বাড়িয়ে বসে আছে। গোপন খবরের ভিত্তিতে খোজ নিয়ে যানাযায় বড়বড় মজুদদারদের গোডাউন ভর্তি রয়েছে চাউলে। এব্যাপারে সবচেয়ে বেশী ভোগন্তির স্বীকার হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষেরা। তারা এব্যাপারে সরকারের হস্তক্ষেপ দাবী করছে। একমাত্র সরকার চাইলেই এটাকে নিয়ন্ত্রন করা সম্ভব। কেউ কেউ মনে করছেন ভ্রাম্যমান আদালত পরিচালনের মাধ্যমে খুব অল্প সময়ে বাজার নিয়ন্ত্রনে আনা সম্ভব।
গতরাত ১০টার পরে গাজীপুর চৌরাস্তার প্রায় সকল চাউলের আড়তে ট্রাকে করে চাউল ঢুকতে দেখা গেছে। তাহলে কি কৃত্রিম সংকট তৈরীর কাজ এমন করে রাতের আধারেই করা হয়?