নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় ইয়াবা সেবন ও বিক্রির দায়ে আবদুল মোতালেবকে (৩৫) এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা এ সাজা দেন। আবদুল মোতালেব উপজেলার নোয়াখলা ইউনিয়নের আতিক উল্যা মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে নোয়াখলা ইউনিয়নের খিজিরহাট এলাকায় ইয়াবা সেবন ও বিক্রিকালে আবদুল মোতালেবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে আদালত মাদক সেবন ও বিক্রির দায়ে এক বছরের কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।