নিউজ ডেস্ক : চাটমোহরে মুক্তিযোদ্ধা আসালত আলী। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এলে এখনও তার চোখে ঝিলিক খেলে একাত্তর। এক অন্যরকম উত্তেজনা কাজ করে তার চেতনায়। এইতো সেদিন মুখোমুখি হয়েছিলাম এই পাগল মুক্তিযোদ্ধার। শোনালেন সেদিনের অনেক কথা। বললেন-
‘আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে মহাজনের দোকানে কুলিগিরি করতেম। একাত্তুরের এপ্রিল মাসে পাকহানাদাররা চাটমোহরে প্রথম ঢুকলো। তার জ্বালাও পোড়াও কোরলো। ব্যাংক লুট কোরলো। মানুষ মারলো। তার পরদিনই আমি বাড়ী থেকে পালায়ে মুক্তিযুদ্ধে যোগ দিবের চলে গেলেম। আমাক কেউই যুদ্ধে যাবের কয় নাই। নিজের মনের তাগিদ থ্যাকে যুদ্ধে চলে গেচিলেম। তখন আমার বয়স হোবি প্রায় ২০ বছর। লেখাপড়া কম জানলিও আমার কাচে মনে হইচিল যুদ্ধ ছাড়া এই পাক হানাদারগারের তাড়ানে যাবি লয়। আমার কাছে দ্যাশটাক মায়ের মত মনে হইচিল। একনো তাই মনে করি। তাই আমি মায়েক রক্ষা কোরতি যুদ্ধে গেচিলেম।’
লড়াকু মুক্তিযোদ্ধা আসালত আলী তার চোয়াল শক্ত করে এসব কথাই স্থানীয় উচ্চারণে জানালেন। তার বয়স এখন প্রায় ৭১ এ গড়াচ্ছে। প্রায় শুভ্র বাবরি চুল-দাঁড়িতে তাকে দেখতে অনেকটাই বাউল বাউল লাগছিল।
এলাকার সবাই জানেন, তিনি আসলেই একজন বাউল তরিকার মানুষ। প্রয়াত ফয়েজ পাগলের শিষ্য। তার বয়সীরা তাকে আসালত পাগল বলে জানেন। এই সন্মোধনে আসালত আলী কখনো অখুশি হন না। এ বিষয়ে তার ভাষ্য-‘আমি পাগল নই, সংসারী মানুষ। পাগলের সংসার থাকে না। যেমন ফয়েজ পাগলের ছিল না। তিনি আল্লাহ’র পাগল ছিলেন। কতক মানুষ পাগল কয় আমাক। কি করবো। পাগলের সঙ্গে দীর্ঘকাল পথে পথেই ছিলেম তাই, রাগ করিনে।’
বলেন, ‘আর কোরবোই বা ক্যা, চলায়-বলায় একটু পাগলামি তো করিই। সোজা পথে চলি। সোজা কথা বলি, তাই।’
পাবনার চাটমোহর উপজেলার বড়াল নদীপাড়ের বোঁথড় গ্রামে একদা ছিল আসালতের পৈতৃক ঘরবসতি। আজীবন ভূমিহীন মানুষটি এখন বাস করেন পৌর শহরের ৬ নং ওয়ার্ডে অন্যের নামে লিজ দেওয়া এক অর্পিত জমিতে। মৃত মনির উদ্দিন এর ছেলে আসালতরা ৭ ভাই, ৩ বোন। ২ ভাই মারা গেছেন। আর আসালতের নিজের ২ ছেলে, ১ মেয়ে। বড়ছেলে মনির হোসেন ডিপ্লোমা (পাওয়ার) পাশ করে মুক্তিযোদ্ধা কোঠাতেও চাকরি পায়নি। তাই বাধ্য হয়ে স্বর্ণালংকারের ডিজাইনের কাজ করছেন। মেয়ে শিরিন আকতার আদরিকে বিয়ে দিয়েছেন কষ্টে-শিষ্টে। ছোটছেলে মনিরুজ্জামান হিমেল নবম শ্রেণিতে পড়ছে।
কথায় কথায় আসালত আলী জানালেন, ‘মুক্তিযুদ্ধের পরে বাবা মারা যায়। আমি সবার বড়। বাড়ি ফিরি যুদ্ধ শেষে। তখনতো চারদিকে অভাব। কি কোরবো ভাবে পাইনে। বাধ্য হ্যায়ে রিক্সার প্যাডেলে পাও রাখি। রিক্সা চালায়ে মা ১০ ভাইবোনসহ ১১ জনের সংসারের ঘানি কাঁধে তুলে লেই। ভোররাত থ্যাকে রাত ১০ টা পর্যন্ত রিক্সা চালায়ে তাদের বড় করিচি। দুই ভাইক লেখাপড়া শিকেইচি। বোনগারে বিয়ে দিচি।’
আরো বললেন, ‘তাদের মানুষ করতে য্যায়ে আমার নিজের বিয়ে দেরী হয়ে যায়। ৭৭ সালে প্রেসিডেন্ট বিচারপতি সাত্তার জমানায় ভাগ্যক্রমে চাটমোহরেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চৌকিদারের একটি চাকরি জুটে যায়।’
আসালত আলী ৮৬ সালে বিয়ে করেন ৩৫ বছর বয়সে। ২০১৫ সালে চাকরি থেকে অবসর নেন। তার ২ বছর আগে চৌকিদার থেকে পদোন্নতি পেয়ে হন টিউবয়েল মেকানিক। বর্তমানে অবসর ও মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে ৭ জনের সংসার চালাচ্ছেন।
আসালতের একটাই দুঃখ ছেলেটার চাকরি না হওয়া নিয়ে। জানান-
‘অনেক চেষ্টা করেচি মুক্তিযোদ্ধা কোঠায়। চাকরি না পাওয়ায় বাধ্য হ্যায়ে স্বর্ণকারের কাজে লাগায়ে দিচি ছেলেডাক। সোনার গয়নার ডিজাইন করে।’
বৃদ্ধ আসালত চোখে খুব কম দেখেন। চলতে-ফিরতে কষ্ট হয়। তবুও আসালত বসে থাকেন না। সংসার তাকে বসে থাকতে দেয় না। কথা উঠে মুক্তিযুদ্ধের সময়ের। চোখ বন্ধ করেন। চোয়াল শক্ত করেন। বলতে থাকেন ৪৫ বছর আগের স্মৃতির পাতা পড়তে পড়তে। গড়গড়িয়ে বলে যান যুদ্ধ স্মৃতি। জানান-
‘ভারতের কচুয়াডাঙ্গায় ২ মাসের প্রশিক্ষণ নিলেম প্রথম। তারপর চলে গেলেম দাজিলিং এর পানিঘাটায়। সেকেনে ২১ দিনির অস্ত্র চালানোর প্রশিক্ষণ হোলো। চলে আলেম তরঙ্গপুর। সেকেনে অ্যাসে হাতে অস্ত্র তুলে লিলেম। তারপরই জলঙ্গী সীমান্ত দিয়ে দেশে ঢুকে পড়লেম। আমার কমান্ডার ছিলেন এমআই চৌধুরী। ডেপুটি কমান্ডার ছিলেন আফজাল হোসেন।’
বলেন- ‘চলে আলোম নিজের ইলাকার দিক। যোগ দিলেম তাড়াশের নওগাঁ ইলাকায় লতিফ মির্জার পলাশডাঙ্গা মুক্তিযোদ্ধা যুবশিবিরি। সেখানেরই নওগাঁ হাটে হানাদারগারে সাথে এক ভয়াবহ যুদ্ধ করেলম। ৭/৮ শ’ হানাদারেক খতম করা হোলো এই যুদ্ধে।’
একটু দম নিলেন আসালত। আবার বলা শুরু করলেন-
‘এরপর চলে আলেম গোপালপুর ক্যাম্পে কমান্ডার গোলজার হোসেনের অধীনে। এর তিনদিন পর ডুকলেম নিজির ইলাকা চাটমোহরে। বাড়ী যায়ে সবার সাথে দেখা কোরে আলেম। তারপর থানা আক্রমন করলেম সবাই মিলে। ২০ ডিসেম্বর চাটমোহর হানাদার মুক্ত হোলো।’
আসালত বলেন- ‘আমাক সবাই ভালবাসতো। তাই যখন যে ক্যাম্পে যোগ দিচি, সবার ভালবাসা পাইচি। মুক্তিযোদ্ধা হিসাবে আমার তেমন কিছু পাওয়ার-চাওয়ার নাই। যা এই সরকার দিচ্চে, তাতেই আমি খুশি। শুধু আমার একটাই চাওয়ার। মরার আগে যতি ছাওয়ালডাক একটা চাকরি লিয়ে দিয়ে যাবের পারতেম আর থাকার জাগাটুক সরকার আমার নামে দিত, তাহলি মোরেও শান্তি পাতেম।’
তার দাবী- ‘দেশটা যেন রাজাকারগারে হাতে আর কোন ভাবেই না যায়। অনেক কষ্টে-রক্তে-ইজ্জতে এই দেশ হানাদার মুক্ত করিচি আমরা। আমাগারে বয়স হইচে অনেক। অনেকেই চলে গেচেন। এই প্রজন্মের কাছে আমাগারে একটাই দাবী, তোমরা মুক্তিযুদ্ধকে খাটো কোরে দেখো না।’