নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ২৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার ও চার জনকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে ৭ লাখ ২১ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারি পরিচালক মিজানুর রহমান ভূইয়া জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার ও চারজনকে আটক করা হয়। আটকরা হলেন জাফর আলম ওরফে ইকবাল (৩৭), নান্নু মিয়া (৩২), সিরাজুল ইসলাম (২৭) ও জাফর আলমের স্ত্রী লাকী আক্তার (২৫)। তাদেরকে র্যাব-১ এর কার্যালয়ে রাখা হয়েছে।
তিনি জানান, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তারা কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় এসেছিল। এর আগে ২০১৫ সালেও ৬০ হাজার ইয়াবা বড়িসহ এরা আটক হয়েছিলো।