ক্রীড়া ডেস্ক : চারটি টেস্ট খেলতে ভারতে অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ‘বর্ডার-গাভাস্কার ট্রফি’ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে।
ভারতের স্পিনার হরভজন সিং মনে করেন, ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। স্পিন আক্রমণে ভারত বিশ্বসেরা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা স্পিন ঠিকমতো খেলতে পারবে না বলে বিশ্বাস হরভজনের।
নিউ ডেইলিকে হরভজন সিং বলেছেন, ‘অস্ট্রেলিয়া যদি ভালো খেলে তাহলেও ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিতবে। অন্যথায় ভারত ৪-০ ব্যবধানে সিরিজ জিতবে। ভারতের উইকেটে টিকে থাকা তাদের পক্ষে সহজ হবে না। প্রথম বল থেকেই যদি বল স্পিন করা শুরু করে তাহলে তারা বেশিদূর যেতে পারবে না।’
হরভজন সিং আরো বলেন, ‘ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ড্যামিয়েন মার্টিন ও মাইকেল ক্লার্ক অসাধারণ ব্যাটসম্যান ছিলেন। এ দলে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান নেই যারা ভারতের মাটিতে ভালো করতে পারে! সিরিজটি সত্যিই তাদের জন্য কঠিন হবে।’
ভারতে পৌঁছানোর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছেন, মাঠে স্লেজিংয়ের বিষয়টি খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। হরভজন সিং এ বিষয়ে বলেছেন, ‘তারা যদি স্লেজিং করে তাহলে স্লেজিং হজমের জন্য তাদের প্রস্তুতি নেওয়া উচিত। ভারতীয় এ দলটি মাঠে ছেড়ে কথা বলবে না এবং কারো কথা শুনবেও না। অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে হরজভন সিংয়ের রেকর্ড বেশ ঈর্ষণীয়। ১০৩ টেস্টে ৪১৭ উইকেট পাওয়া ডানহাতি এ স্পিনার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ টেস্টে পেয়েছেন ৯৫ উইকেট। তার বিশ্বাস এবারের টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্রর জাদেজাদের খেলতে বেগ পেতে হবে অস্ট্রেলিয়ানদের।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো