
নিজস্ব প্রতিবেদক : চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীর।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, চার দফা শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে অবরোধের ফলে শাহবাগসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।