চার দিনে জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩১৭

জামালপুর প্রতিনিধি ঃ জামালপুরে পুলিশের চলমান বিশেষ অভিযানে সাত উপজেলা থেকে গত চার দিনে বিভিন্ন মামলায় পলাতক মোট ৩১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি মো.নাছিমুল ইসলাম জানান ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত  জেলা সদরসহ ৭ উপজেলার বিভিন্ন স্থান থেকে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভূক্ত ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃতদের মধ্যে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুকও রয়েছেন বলে তিনি জানান। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।