নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থেকে চার ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা।
গ্রেপ্তারকৃতরা হলেন- শফিকুল ইসলাম রানা, আপেল, ইব্রাহিম ও ইমরান। তাদের কাছ থেকে ওয়াকিটকি, ডিবি লেখা জ্যাকেট, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানান। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা ব্যাংকের গ্রাহকদেরই বেশি টার্গেট করতেন।
আব্দুল বাতেন বলেন, ‘শনিবার সন্ধ্যায় রমনার ওয়ারলেস মোড় এলাকা থেকে খবর আসে ভুয়া ডিবি পুলিশ সেখানে অভিযানে গেছে। ছিনতাইয়ের জন্য তাদের একজন সাদা পোশাকে মগবাজারের একটি বেসরকারি ব্যাংকের ভেতরে প্রবেশ করেছে। কে কী পরিমাণ টাকা উত্তোলন করছে, তা পর্যবেক্ষণ করে সে। এরপর বড় অংকের টাকা উত্তোলনকারীর পিছু নেয়। এরপর সুবিধামতো অপহরণ কিংবা ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নেয় এবং নিরাপদ স্থানে গিয়ে উত্তোলন করা টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দেয়। রোববার টাকা উত্তোলনকারী এক ব্যক্তিকে মাইক্রোবাসে উঠানোর সময় মতিঝিল থানা এলাকায় হাতেনাতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।’
এক প্রশ্নে যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘গ্রেপ্তারকৃত রানা জানিয়েছে, সে আগে একটি বাহিনীতে চাকরি করত। শারীরিক অযোগ্যতার কারণে চাকরিচ্যুত হয়। রাজশাহী, রংপুর, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করছে তাদের চক্র।’