ঠাকুরগাঁও প্রতিনিধি : ভুলক্রমে চা পাতার বদলে দানাদার বিষ (কীটনাশক) দিয়ে চা বানিয়ে পান করে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় আরো চারজন অসুস্থ হয়। অসুস্থদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত দুই শিশু হলো সোহান (৭) ও সোহানা (২)। অসুস্থরা হলেন জমিলা (৫০), সরুফা (৪০), সাবিনা (২৫) ও সাদিয়া (৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, হরিন্দা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী জমিলা বাড়িতে মেহমান আসলে চায়ে চা পাতা না দিয়ে ভুলক্রমে দানাদার বিষ দিয়ে চা তৈরি করেন। সেই চা ছয়জন পান করে। এ সময় তাৎক্ষণিক বিষক্রিয়ায় সোহান ঘটনাস্থলেই মারা যায়। অসুস্থ হয় আরো পাঁচজন।
অসুস্থদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহানা মারা যায়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রফিকুল হক জানান, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নেওয়া হয়েছে।
স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, হরিন্দা এলাকায় এক বয়স্ক নারী চা তৈরি করার সময় ভুলক্রমে বিষ দেয়। এ সময় এক শিশু মারা যায়। অসুস্থ আরো পাঁচজনকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরেক শিশু মারা যায়।
ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছে। পূর্ব শত্রুতার জেরে এমনটি হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।