চিকিৎসককে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে রিয়াদ নাসের চৌধুরী নামের এক চিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে।

রিয়াদের পরিবার এই অভিযোগ এনে পল্লবী থানায় মামলা করেছে।

মামলায় অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার পল্লবীর পুরবী সিনেমা হলের সামনে থেকে ৫-৬ জন যুবক রিয়াদকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অনেক খোঁজ করেও তার সন্ধান মেলেনি। মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির রাইজিংবিডিকে বলেন, ‘মামলা হওয়ার পর পুলিশ ওই চিকিৎসককে উদ্ধারের চেষ্টা করছে। যে মাইক্রোবাসে করে তাকে তুলে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, সেটি সনাক্ত হয়েছে।’