নোয়াখালী প্রতিনিধি : জেলা শহরের মাইজদীর প্রধান সড়কে রাস্তা পার হওয়ার সময় অজিফা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। অজিফা খাতুন লক্ষ্মীপুর জেলার বানচানগর গ্রামের আবদুল মোতালেবের স্ত্রী।
সুধারাম থানার এস আই ইমতিয়াজ জানান, অজিফা সকালে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর মাইজদীর একটি প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার নিচে চাপা পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।