চিরঞ্জীবী এবার ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন

বিনোদন ডেস্ক : নতুন খবর হলো- মেগাস্টার চিরঞ্জীবী এবার বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। এ সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় প্রথম অভিনয় করবেন ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া ছাড়াও এতে অক্ষয় কুমার একটি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। যদিও অক্ষয় তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেননি।

দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। ১০ বছর পর ‘কয়েদি নম্বর ১৫০’শিরোনামের সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরেছেন তিনি। এটি তামিল ‘কাথি’ সিনেমার রিমেইক। সিনেমাটি গত ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে। মুক্তির পর ভক্ত ও সমালোচকদের যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমনি বক্স অফিসে ১৬১ কোটি রুপি আয় করে সিনেমাটি।  এসবই এখন পুরোনো খবর।

উয়ালওয়াদা নরসীম রেড্ডির জীবনী নিয়ে নির্মিত হবে নাম ঠিক না হওয়া এই সিনেমাটি। নরসীম ভারতের প্রথম স্বাধীন মুক্তিযোদ্ধাদের একজন। ১৮৪৭ সালের ২২ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সিনেমাটি পরিচালনা করবেন সুরেন রেড্ডি। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা।