মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে অজ্ঞান পাটির ৫ কলেজ শিক্ষার্থীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। এরমধ্যে ২ জন ছাত্রী ও ৩ জন ছাত্রী।
জানা গেছে, গত ৯ অক্টোবর বুধবার সন্ধায় ২ কলেজ ছাত্রী ও ৩ কলেজ ছাত্র অটোবাইক ভাড়া করে চিরিরবন্দর ঘুঘুরাতলী মোড় হতে দিনাজপুর যাওয়ার পথে কাঁকড়া নদীর বেইলি ব্রীজের উপর ওঠা মাত্র পিছন থেকে নাকে এক প্রকার বিষাক্ত গ্যাস স্প্রে করলে তৎক্ষনাত অটোচালক কাজল রায় (২৭) জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় স্থানীয় লোকজন ওই ৫ শিক্ষার্থীকে আটক করে চিরিরবন্দর থানায় সংবাদ দেয়।
সংবাদ পেয়ে চিরিরববন্দর থানার এস আই পলাশ ও এএসআই জাহিদ ওই পাঁচ শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করে ও অটোচালককে চিকিৎসার জন্য চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক কাজলের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তৎক্ষনাত দিনাজপুর মেডিকেল হলেজ হাসপাতালে প্রেরণ করে। আটককৃতরা হলো উপজেলার ছোট হাশিমপুর গ্রামের রমেশ চন্দ্র রায়ের কন্যা তৃপ্তি রানী রায় (২১), প গড় জেলার আটোয়ারী উপজেলার বালিয়া গ্রামের গজেন্দ্র নাথ সিনহার কন্যা ভুপা রানী সিনহা (২১), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দেউড় গ্রামের মৃত সুধীর চন্দ্র রায়ের পুত্র রামবাবু রায় (২২), একই উপজেলার ডগরা গ্রামের মটাইল চন্দ্র রায়ের পুত্র নরেশ চন্দ্র রায় (২২) পার্বতীপুর উপজেলার ভবানীপুর গ্রামের আশুতোষ রায়ের পুত্র দীপ্ত রায় (২২), আটকৃতরা জানায় তারা সবাই দিনাজপুর সরকারী কলেজের অনার্সের গনিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এ ব্যাপারে চিরিরবন্দর অটোবাইক সোসাইটির সাধারন সম্পাদক মিজানুর রহমান জানান, ছাত্র পরিচয়ে ওই শিক্ষার্থীরা অটোচালককে অজ্ঞান করে ছিনতাইয়ের চেষ্টা করছিল ।