চিরিরবন্দরে আইএফডিসি’র উদ্যোগে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চিরিরবন্দর উপজেলা ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর মোল্লাপাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি বিশেষজ্ঞ (আইএফডিসি) ডা: শাহারুখ আহম্মেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৃত্তিকা বিজ্ঞানী মো: মাইনুল হাসান। স্বাগত বক্তব্য দেন ফতেজংপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মাহমুদুল হাসানের সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) কৃষি বিশেষজ্ঞ ডা: শাহরুখ আহম্মেদ ও মৃত্তিকা বিজ্ঞানী মো:মাইনুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূর নবী। সারাদিন ব্যাপী এ প্রশিক্ষণে ফতেজংপুর ইউনিয়নের কৃষি ব্লকের ২৫ জন কৃষক ও পাঁচজন খুচরা সার-বীজ ব্যবসায়ীসহ সর্বমোট ৩০ জন কৃষক অংশ নেন।