চিরিরবন্দরে কৃষক মাঠ স্কুল পরিদর্শন করলেন ডেনিশ প্রতিনিধি দল

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর চিরিরবন্দরে ফতেজংপুর ইউনিয়নে আইএফ এম কৃষক মাঠ স্কুল পরিদর্শন করলেন ডেনিশ প্রতিনিধি দল । কৃষক মাঠ স্কুলের মাধ্যামে ২৫টি কৃষক পরিবার তাদের ভাগ্য বদলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চলতি রবি মৌসুমে উপজেলার ৬টি গ্রামে ৬টি আইএফ এম কৃষক মাঠ স্কুল চলমান রয়েছে। এসব স্কুলে ৯ টি বিভিন্ন মর্ডিলের অধীনে যেমন ধান,বসতবাড়ি, বাগান,গরু পালন,মুরগী পালন,মাছ চাষ,কৃষক সংগঠন ও সামাজিক বিষয়বলী সহ অন্যন্য বিষয়ে কৃষকদের ৪৭ টি সেশনে প্রায় ৬ মাস যাবত প্রশিক্ষন দেওয়্ াহচেছ। সরজমিনে দেখা যায় কৃষকরা ধান,বসতবাড়ি, বাগান,গরু পালন,মুরগী পালন,মাছ চাষ এ সব বিষয়ের উপর পরীক্ষন প্লট তৈরী করেছেন। ডেনিশ প্রতিনিধি দল এসব কার্যক্রম পর্যাবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষকদের সাথে এ বিষয়ে আলোচনা করেন।

কৃষিসম্পাসারন অধিদপ্তরের আওতাধীন চলমান আই এফ এম কৃষক মাঠ স্কুল চিরিরবন্দর কৃষি অফিস এর তক্তাবর্ধনে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসাবে গত সোমবার ৬ ফেব্র“য়ারী ডেনিশ প্রতিনিধি দল চিরিরবন্দরের আইএফ এম কৃষক মাঠ স্কুল পরিদর্শন করলেন। এসময় উপস্থিত ছিলেন আই এফ এম প্রকল্পের ন্যাশনাল এডভাইজার রংপুর অ লের রিজিওনাল টেকনিক্যাল কো-অডিনেটর ও কৃষি সম্পাসারন , কৃষি কর্মকতা, উপজেলা কৃষি অফিসার সহ কৃষক কিষানী গন।

উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান জানান, আই এফ এম প্রকল্পের অধীনে চলমান এসব স্কুল প্রান্তিক পর্যায়ে কৃষকদের নতৃন নতৃন প্রযুক্তি বাস্তবায়ন ও সম্পাসারনে ভূমিকা রেখেছে। কৃষক কিষানীগন বিভিন্ন মর্উিলের অধীনে বিষায়গুলো সম্পকে হাতে কলমে প্রশিক্ষন গ্রহন করছে।