মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:গতকাল বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় দিনাজপুর চিরিরবন্দর ফতেজংপুর কলেজে বন্যা আশ্রয় কেন্দ্রের ডিজিটাল পদ্ধতিতে শুভ উদ্ধোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ, থানা আওয়ামীলীগের সভাপতি আয়বুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাম, ফতেজংপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর ইসলাম লুনার, ফতেজংপুর কলেজের অধ্যক্ষ মোঃ আখতার হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ ছলেমান গনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ মন্ত্রাণালয়ের অর্থায়নে বন্যা আশ্রয় কেন্দ্রটি ৯৫লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত করেন।