মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের চাষীরা ধান ক্ষেতে বিষ প্রয়োগ ছাড়াই ক্ষতিকর পোকা দমন ও ধ্বংস করার জন্য পার্চিং ব্যবস্থায় কৃষকরা সাফল্য পাওয়ায় আগ্রহ্য বাড়ছে। গত বছর অধিকাংশ চাষী ধান ক্ষেতে ক্ষতিকর পোকা দমনের জন্য ক্ষেতে ধৈ া গাছের চারা রোপণ এবং ডেড পার্চিং করে আশানুররুপ সাফল্য পেয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় ২৩ হাজার ৬১ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। এ বছর উপজেলার কৃষকরা ১৬ হাজার ৫’শ হেক্টর জমিতে জীবন্ত পার্চিং ধৈ া গাছের চারা রোপণ ও ৬ হাজার ৫৬১ হেক্টর জমিতে ডেড পার্চিং এর ব্যবস্থা করেছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ধানক্ষেতে চোখ বুলালেই জীবন্ত পার্চিং ধৈ া আর ধৈ া এবং ডেড পার্চিং।
উপজেলা কৃষি অফিসার মো: মাহামুদুল হাসান বলেন, ধান ক্ষেতে সবুজের মাঝে ধৈ া গাছের হলুদ ফুলের সমারোহ প্রকৃতিক সৌন্দর্য্য অনেক খানি বাড়িয়ে দেয়। ধৈ া গাছের হলুদ ফুল শুধু শোভা বর্ধনের জন্য নয় বরং হলুদ ফুলে আকৃষ্ট হয়ে উপকারী পোকা আসে ধান ক্ষেতে। এরা ক্ষতিকর পোকা ধ্বংস করে। এছাড়াও ধৈ গাছে দিন ভর ফিঙ্গে, শালিক ও বূলবুলিসহ নানা ধরনের উপকারি পাখী বসার সুব্যবস্থার ফলে ক্ষতিকর পোকা দমন হয়।
পোকা দমনে হাজার হাজার টাকা খরচ করে নানা ধরনের কীটনাশক স্প্রে করতে হয় না ধান ক্ষেতে। এক দিকে যেমন চাষীদের আর্থিক ক্ষতি হয়, অন্যদিকে পরিবেশ ও বায়ুদূষণ হয়। খেতে হয় বিষাক্ত ধানের ভাত। ফলে মানুষের নানা ধরণের রোগ-বালাই সৃষ্টি হয়। তাই বালাই থেকে রক্ষা পেতে কীটনাশক প্রয়োগ ছাড়াই বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট আফ্রিকান জাতের ধৈ ার দ্বারা জীবন্ত পার্চিং পোকা দমনের সবচেয়ে সহজ উপায় এবং কম খরচে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাপনায় কৃষকের জন্য সরবরাহ করে।
জীবন্ত পার্চিং এর মাধ্যমে বিশেষ করে ধানের মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা দমন হয়। একমাত্র জীবন্ত পার্চিংয়ের মাধ্যমে দূষন মুক্ত পরিবেশে, বিষ মুক্ত ফসল উৎপাদন সম্ভব। কৃষকরা প্রতি বিঘায় ২০ থেকে ২৫টি ধৈ া গাছের চারা রোপন করে জীবন্ত পার্চিংয়ের মাধ্যমে ধানের ক্ষেতের ক্ষতিকর পোকা দমন করতে পারে এবং ধৈ া গাছের সবুজ পাতা থেকে জৈব সার ধান ক্ষেতের উর্বরতা বৃদ্ধি সহায়তা পেতে পারে। জীবন্ত পার্চিং পদ্ধতি চিরিরবন্দর উপজেলার চাষীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ পদ্ধতি অনুসরণকারী কৃষকদের মধ্যে আফজাল হোসেন, আজিজুল ইসলাম, আমির আলী, আব্দুল কাইয়ুম, ইব্রাহীম, হিসি চন্দ্র, আনোয়ার, সাইদুর রহমান, ফরমান আলী, পংকজ কুমার দাস, বিষু দাস, আকরামসহ অনেকের সাথে কথা হলে তারা জানান, জীবন্ত পার্চিং পদ্ধতি বোঝানোর সময় তারা বিশ্বাস করতে পারেনি। পরে এ পদ্ধতির গুনাগুন দেখে বিস্মিত হন। তারা এ বছর স্ব-উদ্যোগে গত বছরের তুলনায় দ্বিগুন হারে এ পদ্ধতি অনুসরণ করেছেন। ফলে আর্থিক ক্ষতি, পরিবেশ ও বায়ু দূষণ এবং নানা ধরনের রোগবালাই থেকে নিজে ও জাতিকে রক্ষা করতে পেরেছেন।