চিরিরবন্দরে প্রশ্ন ফাঁসের অভিযোগে এইচএসসি পরীক্ষার্থী আটক

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ফেসবুক ম্যাসেঞ্জারে এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উপজেলা কারেন্ট হাট ডিগ্রি কলেজের মাহফুজা আকতার নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। এ ঘটনায় চিরিরবন্দর কারেন্টহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জালাল উদ্দিন মজুমদার বাদি হয়ে পাবলিক পরীক্ষা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। গত ১৫ এপ্রিল শনিবার সকাল ৯টায় উপজেলার কারেন্টহাট ডিগ্রী কলেজের সামনে এ ঘটনাটি ঘটেছে।
এজাহার সূত্রে জানাযায়, সকাল ৯টায় রাস্তার ধারে কয়েকজন পরীক্ষার্থী ফেসবুক মোবাইল হাতে নিয়ে কৌতুহল করার সময় দিনাজপুর মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদের কৌতুহল দেখে গাড়িদার করে তাদের মোবাইল হাতে নিলে সন্ধেওভাজন ভাবে এক পরীক্ষার্থীকে আটক করে। পরবর্তীতে মোবাইলসহ তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেলে পরীক্ষা প্রশ্ন পত্রের সাথে মিল করলে হুবাহুব প্রশ্নপত্রের সাথে মিলে যাওয়ায় তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। মাহফুজা  চিরিরবন্দর মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রী এবং তার রোল নং ১৪৬২৬৩ সে উপজেলার অমরপুর ইউনিয়নের আব্দুল মান্নানের মেয়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী জানান, আটককৃত পরীক্ষার্থীর মোবাইলে জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ‘খ-সেটের’ প্রশ্নপত্র পাওয়া যাওয়ায় আটককৃত পরীক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম জানান, শীর্ঘ্রই প্রশপত্র ফাঁসের সকল অপরাধীকে আটক করে আইনের আওতায় আনা হবে।