মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে খালেদা বেগম( ৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খালেদা বেগম চিরিরবন্দর উপজেলার ইউসুফপুর গ্রামের সোলায়মান আলীর স্ত্রী ।
স্থানীয় একরামুল হক জানায়, গত মঙ্গলবার উপজেলার বিন্যাকুড়ি বাজারের পাশে টার্নিং মোড়ে অটোরিকশা ঘুরানোর সময় উল্টে যায় এসময় খালেদা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই মারা যান ।
চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান আনিস আহত খালেদা বেগমের চিকিৎসাধীর অবস্থায় মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।