চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর প্রতিনিধিঃ দিনাজপুর চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় মোছা: মাহাবী খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর-রংপুর মহাসড়কে দিনাজপুর থেকে রংপুর গামী বিআরটিসি নিয়ন্ত্রয়ন হারিয়ে চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে রাস্তার সাথে এক দোকানের ভিতরে ঢুকিয়ে দিলে দোকানে থাকা বৃদ্ধা গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মাহাবী চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের আবু ইসহাক আলীর স্ত্রী ।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে দিনাজপুর থেকে রংপুর গামী বিআরটিসি নিয়ন্ত্রয়ন হারিয়ে রাস্তার দোকানের ভেতর ঢুকিয়ে দিলে গুরুতর আহত হন মাহাবী। পরে তাকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।