মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলার বেলতলী বাজারে উপজেলা খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত ৫ শত ২৫ জন হতদরিদ্রদের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সহ সভাপতি আলহাজ্ব আবু হোসেন শাহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক মোঃ মাহমুদুজ্জামান ,ডিলার সোলেমান গনি, আশেদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও শিমুলতলী বাজারে ৫ শত ২৫ জন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে খাদ্যশস্য বিতরণসহ উপজেলার সকল ইউনিয়নে ১০ টাকা কেজি দরে খাদ্যশস্য করা হয়েছে।