চিরিরবন্দরে হেলিকাপ্টার দেখতে লক্ষাধিক মানুষের মিলন মেলা

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর চিরিরবন্দরে চাম্পাতলী বাজারের সামনে হেলিকাপ্টার অবতরন ” লক্ষাধিক মানুষের ভীড়। জানা গেছে, সেনাবাহিনীর শীত কালীন মহড়া দেখতে সেনাবাহিনী প্রধান ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে আসেন।

হেলিকাপ্টারটি চিরিরবন্দরের রংপুর-দিনাজপুর হাইওয়ের চাম্পাতলীর বাজারের সামনে ১২টা ১০ মিনিটে নামার কথা থাকলেও তার ২ ঘন্টা আগে থেকে উৎসুক জনতা ওই এলাকায় বিভিন্ন স্থানে ভীড় করে। পরে ১২টা ২০মিনিটে আকাশে হেলিকাপ্টারের শব্দ শোনা গেলে দুর দরান্ত থেকে হেলিকাপ্টার দেখতে মানুষ ছুটতে শুরু করে । পরে ১২ টা ২৩ মিনিটে হেলিকাপ্টারটি মাটিতে নামলে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ওই এলাকার চারদিক থেকে ঘিরে নেয়। এতে করে কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

এদিকে হেলিকাপ্টার দেখতে স্কুল , কলেজ ,মাদ্রাসা, থেকে ছুটে আসে হাজারো ছাত্র-ছাত্রী । অনেক কোমলবতি শিশু আবার বাবা মায়ের সাথে দেখতে আসে হেলিকাপ্টার। তিশা নামের এক ৭ বছরের শিশুর সাথে কথা হলে সে জানায় আমি আমার মায়ের সাথে এসেছি হেলিকাপ্টার দেখতে, আমি কখনো হেলিকাপ্টার দেখিনি । পরে হেলিকাপ্টার সেখানে দীর্ঘ সময় অবস্থান করলে অনেক মানুষ তা দেখার জন্য ভীড় করে।