মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরে অ্যাম্বিশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে গতকাল শনিবার বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অ্যাম্বিশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো:মমিনুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির দিনাজপুর জেলা ও চিরিরবন্দর শাখার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, বিশেষ অতিথি ইউ’পি চেয়ারম্যান মোঃ নূর ইসলাম নুরু, উপজেলা সাংগঠনিক সম্পাদক গোলাম আযম পারভেজ, ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম ,ইছামতি ফাযিল ডিগ্রি মার্দ্রাসা অধ্যক্ষ মো: মোখলেচ্ছুর রহমান, ১ নং নশরতপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মো: আব্দুল মজিদ শাহ্ ,অ্যাম্বিশন ফাউন্ডেশনের পরিচালক মোঃ সাদেকুল ইসলাম সাদিক, সহ অভিভাবক মোঃ আমজাদ হোসেন্, ডাক্টার মোঃ বেলাল হোসেন উক্ত সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবীদের পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় বিদ্যালয়টির বাষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান।এ সময় বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবক বৃন্দ সহ শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।