চিলির উপকূলীয় শহর ভ্যালপারাইসোতে আগুনে পুড়ে ভস্মীভূত

আন্তর্জাতিক ডেস্ক : চিলির উপকূলীয় শহর ভ্যালপারাইসোতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে শতাধিক বাড়ি।

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৪০০ মানুষকে। আহত হয়েছে ১৯ জন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলিয়ু জানিয়েছেন, প্রায় ৫০০টি বাড়ি ঝুঁকিতে রয়েছে। ৪৭ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভ্যালপারাইসো শহরের ৫০ ফারায় ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আশপাশের শহরগুলো থেকেও অগ্নিনির্বাপণকর্মীদের আনা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কর্মকর্তারা কাজ শুরু করেছেন।

প্রশান্ত মহাসাগারের তীরবর্তী চিলির ভ্যালপারাইসো শহরের আকাশে দূর থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কু-লী দেখা গেছে। ঝড়ো বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শহরের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ চলছে।

রাজধানী সান্তিয়াগো থেকে ৬০ কিলোমিটার দূরবর্তী ভ্যালপারাইসো শহর। উপকূলীয় পাহাড়ি এ অঞ্চলে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে এবং ক্ষতিগ্রস্ত হয় জনবসতি।