চিৎকার করে বললেন আমি সেই বদমাশঃ শক্তি কাপুর

দুর্দান্ত খলনায়ক অভিনেতা শক্তি কাপুর, অভিনয় করার আগ্রহ থেকে লেখক কে কে শুক্লার সাথে আগেই কথা বলে রেখেছিলেন কাজের সুযোগ চেয়ে। কিন্তু কে কে তাকে বলেন, ‘তোমার ভাই কপালটাই খারাপ, পরিচালক ফিরোজ সাহেব কে বলেছিলাম তোমার কথা কিন্তু সে বলল আজ নাকি কোন বদমাশ তার গাড়িতে ধাক্কা দিয়েছে, তাকে সিনেমায় নিবেন। তখন আনন্দে চিৎকার দিয়ে শক্তি কাপুর বলে ওঠেন, আরে আমি তো সেই বদমাশ।

তরুণ শক্তি কাপুর আর সে সময়ের প্রতিষ্ঠিত চলচ্চিত্র ব্যক্তিত্ব ফিরোজ খানের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলো। শক্তি কাপুর চালাচ্ছিলেন তাঁর পুরোনো ১৯৬১ সালের ফিয়াট। আর ফিরোজ খান সদ্য কেনা ব্র্যান্ড নিউ মার্সিডিজ। সংঘর্ষের পর গাড়ি থেকে নেমে মারমুখী ভঙ্গিতে শক্তি কাপুর ছুটে গেলেন বিপরীতমুখী গাড়ির সামনে। সেই গাড়ি থেকে নামলেন ফিরোজ খান। তাঁকে দেখে শক্তি মুহূর্তেই নিজেকে সামলে নিলেন। বললেন, ‘স্যার, আমি শক্তি কাপুর, ফিল্ম ইনস্টিটিউট থেকে এসেছি। মডেলিং করি, অভিনয় পারি, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। দয়া করে আপনার ফিল্মে আমাকে একটা রোল দেবেন?’

সে সময় ফিরোজ খান ‘কোরবানি’ ছবির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি নিজেই প্রযোজক ও পরিচালক। লোকজনের ভিড় বেড়ে যাওয়ায় কোনও কিছু না বলেই চলে যান। কিন্তু সেই দুর্ঘটনায় খলনায়ক হিসেবে পছন্দ করে নেন শক্তি কাপুরকে।

অফিসে গিয়ে চিত্রনাট্যকার কে কে শুক্লাকে ফোন করে জানালেন পথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা। বললেন, ‘ছেলেটাকে (শক্তি কাপুর) ভয়ংকর লাগছিল, এবং খলনায়ক হিসেবে নিতে চান পরিচালক ফিরোজ খান।