আন্তর্জাতিক ডেস্ক : এবার চীনকে হুঁশিয়ার করল যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে স্বার্থ রক্ষা ও বাণিজ্য বৈষম্য দূর করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্পের নতুন প্রশাসন।
সোমবার ট্রাম্পের প্রশাসন বলেছে, বাণিজ্য হতে দ্বিমুখী। চীনের একচেটিয়া বাণিজ্য কৌশল মানবে না যুক্তরাষ্ট্র।
চীনের বিরুদ্ধে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থানে যাচ্ছেন- এমনটি জানিয়ে মুখপাত্র সেইন স্পাইসার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে যাচ্ছে, দক্ষিণ চীন সাগরে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব।’
বার্তাসংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ চীন সাগেরর দ্বীপগুলোর মালিকানা নিয়ে স্পাইসার বলেন, ‘যদি দ্বীপগুলো সত্যি সত্যি আন্তর্জাতিক জলসীমায় হয়ে থাকে এবং যথাযথভাবে চীনের মালিকানা না থাকে, তাহলে নিশ্চিতভাবে আমরা এক দেশের দখল মুক্ত করে সেখানে আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করব।’
পুরো দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে চীন। তাদের দাবি, এটি তাদের সার্বভৌম অঞ্চল। প্রতিবেশী কিছু দেশের দখলে থাকা সত্ত্বেও এ সাগরের সেসব অঞ্চলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে চীনা সরকার।
সম্প্রতি দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক স্থাপনা নির্মাণ করায় উদ্বেগে রয়েছে আন্তর্জাতিক মহল। বালি-মাটি দিয়ে ভরাট করে নির্মিত এসব দ্বীপে সামরিক কর্মসূচি বাড়াচ্ছে চীনা কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে স্পষ্ট সতর্কতা রয়েছে যুক্তরাষ্ট্রের। কিন্তু সব বাধা উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরকেন্দ্রীক সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে চীন।