চীনের কাছে মাল্টিপল ভিসা চান ব্যবসায়ীরা

অর্থনৈতিক প্রতিবেদক : চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশি ব্যবসায়ীদের পাঁচ বছর মেয়াদি মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

বুধবার রাজধানীর মতিঝিলের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ভবনে চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে এফবিসিসিআই নেতাদের বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

মাতলুব বলেন, সম্প্রতি চীনের রাষ্ট্রপতির ঐতিহাসিক সফরে বাংলাদেশের সঙ্গে অনেকগুলো ব্যবসায়িক চুক্তি হয়েছে। ফলে চীনের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক মজবুত হয়েছে। এ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সত্যিকারের ব্যবসায়ীদের পাঁচ বছর মেয়াদি মাল্টিপল ভিসা দেওয়া প্রয়োজন।

চীনের বাজারে বাংলাদেশের সব পণ্যে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি মার্কেট সুবিধা চেয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, চীনের বাজারে আমাদের ৯৭ শতাংশ পণ্য ডিউটি ফ্রি সুবিধা পাচ্ছে। অথচ বাকি যে তিন শতাংশ পণ্য ডিউটি ফ্রি সুবিধা পাচ্ছে না, তা হলো আমাদের সবচেয়ে বড় রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত। তাই এই সুবিধার আওতায় তৈরি পোশাক খাতকেও আনার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপের কারণে বর্তমানে এদেশে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছে। চামড়া, ফার্মাসিটিউক্যাল, সিরামিক, প্লাস্টিক, কৃষি, টেক্সটাইল এবং ফিশারিজসহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এসব খাতে চীনকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বৈঠকে চায়না প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) ভাইস প্রেসিডেন্ট লি লি। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ এফবিসিসিআইয়ের পরিচালকরা।