চীনের প্রথম পাইলট নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চীনে জে-১০ যুদ্ধবিমান চালানো প্রথম নারী পাইলট ইউ জু (৩০) বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার চীনের হেবেই প্রদেশে মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

চীনের বিমানবাহিনীর যে কয়জন নারী পাইলট জে-১০ যুদ্ধবিমান চালনায় সক্ষম ছিলেন তাদের মধ্যে ইউ জু অন্যতম ছিলেন। চীনা বিমান বাহিনীর `আগস্ট ফার্স্ট` অ্যারোব্যাটিক ডিসপ্লে দলের সদস্য ছিলেন তিনি । জু’র ভক্তরা তাকে `সোনালি ময়ুরী` নামে ডাকতো।

চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে প্রশিক্ষণের সময় ইউ জু’র বিমানটি মাটিতে ভেঙ্গে পড়ে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিমানটিতে জু ও একজন পুরুষ পাইলট ছিলেন। দুর্ঘটনার পর পুরুষ পাইলটটি বের হয়ে আসতে পারলে জু বের হতে পারেননি।

ইউ জু ২০০৫ সালে পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) এয়ার ফোর্সে যোগ দেন। যে ১৬ জন নারী বৈমানিক যুদ্ধবিমান চালানোর জন্য মনোনীত হয়েছিল তিনি তার অন্যতম। তার বাড়ি দক্ষিণাঞ্চলীয় শিচুয়ান প্রদেশের চোংঝোউ অঞ্চলে।