নিজস্ব প্রতিবেদক : চীনের ১০০ জন ব্যবসায়ী নেতার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধিরা।
এফবিসিসিআই ও চীন কাউন্সিল ফর প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) যৌথ উদ্যোগে শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে আছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ ছাড়া সিসিপিআইটির ভাইস চেয়ারম্যান চেন ঝোউ, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদ আছেন। বৈঠকে দুদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।